বাংলাদেশকে সমীহের চোখে দেখছে ফিঞ্চ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে গিয়ে সে পারফরম্যান্সের ছিটেফোটাও দেখা যাচ্ছে না বাংলাদেশের মাঝে। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স একদম যাচ্ছে তাই। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনটিই ঠিকমতো হচ্ছে না মাহমুদউল্লাহর দলের। শুধু তাই নয় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে প্রথম পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। সেই শঙ্কা কাটলেও সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের। তবে টানা হারতে থাকা বাংলাদেশ দল দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াতে পারে বলছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি অস্ট্রেলিয়া। তার আগে অ্যারন ফিঞ্চ বললেন, বাংলাদেশ খুবই ভালো দল।
অস্ট্রেলিয়া তাদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে জিতলেও গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। ফলে কিছুটা হলেও কঠিন হয়ে গেল অস্ট্রেলিয়ার সেমিফাইনালের রাস্তা। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি আছে দুটি। প্রতিপক্ষ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাকি দুই ম্যাচে স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ ফিঞ্চের। তাতেই উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। অসি অধিনায়ক বলেন, সামনে দুটি ম্যাচ, যা জিততেই হবে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ার নেট রান রেট পিছিয়ে পড়েছে। তাইতো নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন ফিঞ্চ সামনের ম্যাচগুলোতে। অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন সামনের দুই ম্যাচের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আর তারা খুবই ভালো একটি দল। ওয়েস্ট ইন্ডিজও বেশ ভাল দল। তাদের দলে বিস্ফোরক ও অভিজ্ঞ ক্রিকেটার অনেক। এখন থেকে আমাদের চ্যালেঞ্জ সব ম্যাচই জয়ের। তবে আমরা সেটির জন্য মুখিয়ে আছি।’ বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। অবশ্য সেই সিরিজে দলে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্কের মতো তারকারা ছিলেন না। কিন্তু এই বিশ্ব্‌কাপে অস্ট্রেলিয়াকে ঠিক অস্ট্রেলিয়ার মত দেখা যাচ্ছেনা। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে একেবারে বাজেভাবে। তাই পরের দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ন হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার জন্য। যেখানে বাংলাদেশও প্রতিপক্ষ। এই দুই ম্যাচের একটিতে পা পিছলালে হয়তো সেমিফাইনালের আগে বিশ্বকাপকে বিদায় বলে দিতে হবে অস্ট্রেলিয়ার।

পূর্ববর্তী নিবন্ধমহিলা ভলিবল লিগে লিটল ব্রাদার্স চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধকিশোর ফুটবলারদের সংবর্ধিত করল মাদারবাড়ি শোভনীয়া ক্লাব