বাংলাদেশকে নিয়ে মোটেও ভয়ে নেই ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ক্রিকেটের গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু এবারের শুরুটা হয়েছে হার দিয়ে। তাও গত আসরের রানার্স আপদের কাছে। হারটাও একেবারে হতশ্রী। ৯ উইকেটের বিশাল হার। আজ আবার মাঠে নামছে ইংলিশরা। প্রতিপক্ষ বাংলাদেশ দল। যারা প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। আর ইংলিশরা কিছুটা হলেও রয়েছে পিছু টানে। তবে আজকের ম্যাচে বাংলাদেশকে নিয়ে খুব একটা চিন্তিত নয় ইংলিশরা। ভয়ও পাচ্ছেনা টাইগারদের। তবে সমীহ কিছুটা হলেও আছে ইংলিশদের মানে। কারন বিশ্বকাপের চার মোকাবেলায় যে দু দলের জয় পরাজয় সমান দুটি করে। এমনিতে ওয়ানডেতে দু দলের ২৪ ম্যাচের দেখায় পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। ১৯টিতে জয় ইংলিশদের। তবে বিশ্বকাপের চার দেখায় ২০১১ আর ২০১৫ বিশ্বকাপে জিতেছিল বাংলাদেশ। হারতে হয়েছে অবশ্য ২০১৯ বিশ্বকাপে। তারও আগে ২০০৭ সালের বিশ্বকাপেও জিতেছিল ইংলিশরা। তাই প্রশ্নটা এসেই যায় ইংল্যান্ড কি বিশ্বকাপের বাংলাদেশ নিয়ে চিন্তিত ?

যদিও সংবাদ সম্মেলনে জস বাটলার বলেন, ‘না, একদমই না। তাদের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ ছিল আমাদের। তারা অনেক ভালো দল। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি যাদের বিপক্ষে খেলি। বিশ্বকাপের ম্যাচে আপনি কঠিন প্রতিপক্ষ ও সূচিই প্রত্যাশা করবেন। এবারের বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের শুরুটা ইংল্যান্ডের চেয়ে ভালো হয়েছে। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়ে মানসিকভাবে চাঙা আছে তারা। আরেকদিকে ইংল্যান্ড ৯ উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। পরিস্থিতিটা নিশ্চয়ই আদর্শ নয় ? বাটলারের জবাব দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো। বাংলাদেশের বিপক্ষে ভালো পারফরম্যান্স করার প্রত্যাশায় আছি। কয়েকদিন ভালো প্রস্তুতি হয়েছে। সবাই মরিয়া হয়ে আছে ভালো পারফরম্যান্স করতে। দলের মধ্যে বেশ ক্ষুধাও আছে। মাঠে ফিরতে তারা রোমাঞ্চিত।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবি টি-টেন লিগের ড্রাফটে তামিম ইকবাল
পরবর্তী নিবন্ধপঞ্চম ম্যাচে এসেও জয়ের দেখা পেল না শতদল