সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের যা অবস্থা, তাতে কোনো একটি দলকে গিয়ে রাখাটা বেশ কঠিন। যদিও তৃতীয় দিনের খেলা শেষে ব্লেসিং মুজারাবানি অবশ্য নিজেদেরকেই এগিয়ে রাখছেন। এখান থেকে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যেতে চান জিম্বাবুয়ের পেসার। শেষ ইনিংসে লক্ষ্যটা রাখতে চান তারা দুইশর নিচে। সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ এগিয়ে ১১২ রানে। উইকেট বাকি আছে ছয়টি। চতুর্থ ইনিংসের রান তাড়ার কাজটা যে কোনো প্রেক্ষাপটেই কঠিন টেস্ট ক্রিকেটে। বাংলাদেশ যদি আর দু–একটি ভালো জুটি গড়তে পারে তাহলে লক্ষ্যটা নিতে পারবে জিম্বাবুয়ের নাগালের বাইরে। আবার জিম্বাবুয়ে যদি চতুর্থ দিন সকালে দ্রুত দু–একটি উইকেট নিতে পারে, তাহলে বাংলাদেশও পড়ে যাবে মহাবিপদে। কাজেই ম্যাচটা হেলছে এখন দু দলের দিকেই। সামগ্রিক দিক থেকে ম্যাচ তাই ভারসাম্যপূর্ণ। প্রথম ইনিংসের ৮২ রানের ঘাটতি ঘুচিয়ে যেভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ, সেটির প্রশংসা করছেন মুজারাবানি। তবে সুবিধাজনক অবশ্য নিজেদের দলকেই দেখছেন এই পেসার।
গতকাল খেলা শেষে সংবাদ সম্মেলনে এই পেসার বলেন আমাদের জন্য দিনটি ছিল বেশ কঠিন। বাংলাদেশ ভালো লড়াই করেছেন। তবে যা হয়েছে তাও খারাপ হয়নি। আমরা অবশ্যই লড়াইয়ে আছি ভালোভাবেই। তবে টেস্ট ক্রিকেটের ব্যাপারটিই হলো প্রতিটি দিন ধরে খেলতে হয়। এখনও অনেক সময় বাকি আছে এই ম্যাচে। আমাদের বিশ্বাস এখনও পর্যন্ত আমরাই এগিয়ে। এগিয়ে থাকার এই অবস্থা থেকে জয়ের পথ সুগম করতে সম্ভাব্য একটি স্কোর ভাবনায় আছে জিম্বাবুয়ের।