ম্যাচের শুরুতেই বল জড়াল বাংলাদেশের জালে। এরপর একের পর এক গোল করল পাকিস্তান। আরেকটি বড় জয়ে হকি বিশ্বকাপের বাছাইয়ে খেলা নিশ্চিত করল তারা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার তিন ম্যাচের প্লে–অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮–০ গোলে হারিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা জিতেছিল ৮–২ ব্যবধানে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান অনুমিতভাবেই ছিল ফেভারিট। তবে বাংলাদেশ চেয়েছিল তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চ্যালেঞ্জ জানাতে। কিন্তু মাঠে তেমন কিছুই করতে পারেনি তারা।











