বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন শেখ হাসিনা

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রেজাউল

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৩ পূর্বাহ্ণ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, একা একা ভাল থাকার মধ্যে কোনো আনন্দ নাই। নিজে ভাল থাকার পাশাপাশি অন্যদেরকে ভাল রাখতে পারায় যে অপার আনন্দ যারা কখনো অন্যের উপকারে আসে না তারা বুঝতে পারবে না। গত সোমবার নগরীর ছাত্র মিলন সামাজিক সংগঠনের উদ্যোগে আন্দরকিল্লা ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন বাংলার গরীব দুঃখী মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার স্বপ্নের দারিদ্রতা মুক্ত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে তিনি বিশ্বের উন্নত রাষ্ট্র সমূহের কাতারে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন ইকবাল। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, মো. ইকবাল হাসান চৌধুরী, মোছলেম উদ্দীন আহমদ, মো. দিদারুল আলম, মো. আজম খান, কাজী হেলাল উদ্দীন, মো. কামরুল হক, মো. জানে আলম, নুর আহাম্মদ, ইউছুপ হারুন মাসু, ফরমান উল্লাহ, রেজাউল করিম পিন্টু, মনিরুল হক মুন্না, রাজিব ভট্টাচার্য, আব্দুল আওয়াল অপু। সভায় সভাপতিত্ব করেন ছাত্র মিলন সংগঠনের সভাপতি অস্তিম মজুমদার ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবাধিকার ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভুয়া র‌্যাব সদস্য আটক