বাংলাকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, একুশ মানে মাথা নত না করা। একুশ মানে সাহসে পথ চলা। তাই একুশের চেতনায় আমাদের সর্বদা উজ্জীবিত থাকতে হবে। চেতনাকে ধারণ করে শুদ্ধরূপে সুন্দরভাবে ভাষা ব্যবহারে উদ্যোগী হতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা বিকৃতির যে প্রবণতা চলছে তা প্রতিরোধে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ভাষার মর্যাদা রক্ষায় যার যার অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। নতুবা ভাষা শহিদদের আত্মা কষ্ট পাবে। মাতৃভাষা বাংলাকে যথাযোগ্য মর্যাদায় বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসকে সামনে রেখে চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা গতকাল বুধবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভানেত্রী পারভিন চৌধুরী।

সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় মহান ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, কবিতা পাঠ ও গানে অংশ নেন ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, সদস্যা খালেদা আক্তার চৌধুরী, আশরাফুন্নেসা, রওশন আক্তার, মুনিরা হুসনা, লায়লা ইব্রাহিম বানু, সাহানা আখতার বীথি, রোকেয়া আহমেদ, নাজনীন আরা, ডা. আরীফা চৌধুরী, হাজেরা আলম মুন্নী, মর্জিনা আখতার, মাহমুদা বেগম রুলী, সুলতানা নুরজাহান রোজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআড়াই মাসে সিভাসুর ৪৬১ শিক্ষক, কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দিল আইকিউএসি
পরবর্তী নিবন্ধমেয়রের সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ