বাঁশবাড়িয়া ইউপি নির্বাচনে নৌকার জয়

স্থগিত দুই কেন্দ্রে ভোট

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার বাঁশবাড়িয়া দুই কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, এই ইউনিয়নে সব কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর পেয়েছেন ৭৮০৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আরিফুল আলম রাজু পেয়েছেন ৪১৩২ ভোট। এর আগে গত ১১ নভেম্বরের নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ফলাফল ব্যতীত নৌকা প্রার্থী ৩ হাজার ৪৬৯ ভোটে এগিয়ে ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর নির্বাচনে ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্র দুটি স্থগিত করা হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যালট ছিনতাই করে জোরপূর্বক সিল মারাসহ নানা অভিযোগে কেন্দ্র দুটি স্থগিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅছাত্ররাই ছাত্ররাজনীতির নেতৃত্ব দিচ্ছে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ৫ ইউনিয়নে জামানত হারালেন ২৬ চেয়ারম্যান প্রার্থী