বাঁশঝাড়ে পরিত্যক্ত ২০ কার্তুজ

নাইক্ষ্যংছড়ির তুমব্রু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:০০ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে কালভার্ট সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ২০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে এসব কার্তুজ উদ্ধার করেন ৩৪ ব্যাটালিয়নের অধীন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিজিবির জোয়ানরা। এর পাশে শূন্যরেখা থেকে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্প তৈরি করে থাকছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবারের ঘটনার পর থেকে রোহিঙ্গারা তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশেপাশের এলাকায় আশ্রয় নেন। এদের সাথে কিছু আরসা সদস্যও মিশে চলে আসে বলে তাদের ধারণা। হয়ত এসব লোকজন কার্তুজগুলো লুকিয়ে রেখেছিল। এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক এবং তুমব্রু বিওপি কমান্ডারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানি না।

পূর্ববর্তী নিবন্ধআবার আইডি হ্যাক, একদিনেই ইস্যু ৩৪১ জন্মনিবন্ধন সনদ
পরবর্তী নিবন্ধ২৬ সালে পুরোদমে চালু হবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর