বাঁশখালী হাসপাতালে ৭ বছর পর অপারেশন থিয়েটার চালু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে দীর্ঘ ৭ বছর পর চালু হয়েছে সিজারিয়ান অপারেশন থিয়েটার। গতকাল দুপুরে করার পর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারির মধ্য দিয়ে এটি চালু করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের সিজারিয়ান অপারেশন থিয়েটার। যার ফলে ডেলিভারির জন্য আসা রোগীদের চট্টগ্রামসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ছুটতে হতো। সিজারিয়ান অপারেশন থিয়েটার চালুর পর গতকাল সফলভাবে সিজার করা হয় এবং নবাগত সন্তান ও মা সুস্থ আছে বলে জানা যায়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার, ডা. নুুসরাত নাজ (জুনিয়র কনসালটেন্ট গাইনি), ডা. মো. মোজাম্মেল হোসেন (জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া), ডা. সাবরিনা ইসলাম, ডা. আরমান উল্লাহ চৌধুরী (আবাসিক মেডিকেল অফিসার), নার্সিং ইনচার্জ মায়া বডুয়া, সুপারভাইজার, ওটি ইনচার্জ, ওয়ার্ড ইনচার্জসহ সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনবীনের বাতায়ন গ্রন্থের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রস্তুতি সভা