বাঁশখালী হাসপাতালের কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উদ্বোধন করবেন। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন কার্যক্রমের অংশ হিসাবে তৃতীয় পর্যায়ে ৪টি বিভাগে ১৩টি জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বাঁশখালী উপজেলা একটি। বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপলক্ষে উপজেলা পরিষদের নতুন ভবনে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনে সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী জাহেদ মালেক এমপি, স্বাগত বক্তব্য দেবেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম বিষয়ে অবহিতকরণ করবেন ন্যাশনাল আই কেয়ার লাইন ডাইরেক্টর ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. গোলাম মোস্তফা, ধারণকৃত বক্তব্য প্রচার করবেন ন্যাশনাল আই কেয়ার কারিগরি সহযোগী ও নির্বাহী পরিচালক ইন্ডিয়া তুলাশিরাজ রাভিলা।
এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালে উদ্বোধনকালে বাঁশখালীতে অতিথি থাকবেন বাঁশখালীর সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডয়ার জেনারেল শামীম হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্যাহ, চমেক হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. তানজুয়া তানজিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, পৌর মেয়র অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. শফিউল করিম মজুমদার প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে বাঁশখালী উপজেলা ছাড়াও পেকুয়া, ভোলার চরফ্যাশন ও বরগুনার আমতলী উপজেলার সাথে সংযুক্ত হবেন।