বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (সার্জারি) ডা. মঈন উদ্দিন মাহমুদ গতকাল বুধবার সকালে নিজের প্রাইভেট কারে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী আসার পথে গাড়ির এসির বিস্ফোরণে আগুন ধরে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে তিনি বাঁশখালীর কালীপুরের পালেগ্রাম পর্যন্ত এলে হঠাৎ প্রাইভেটকারে এসি বিস্ফোরণে গাড়িতে আগুন ধরে যায়। ডা. মঈন উদ্দিন মাহমুদ নিজেই প্রাইভেট কার চালিয়ে বাঁশখালী হাসপাতালের কর্মস্থলে আসছিলেন। গাড়ির পেছনে আগুনের সূত্রপাত হওয়াতে গাড়ি থেকে বের হওয়ার আগেই ডা. মঈন উদ্দিন মাহমুদের শরীরের বিভিন্ন অংশসহ কন্ঠনালী পুড়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা প্রাইভেট কারের আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যে গাড়ির বিভিন্ন অংশসহ ডাক্তারের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আহত ডা. মঈন উদ্দিন মাহমুদকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকাস্থ শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন, গাড়িতে আগুন লাগার পর ডা. মঈন উদ্দিন মাহমুদের শরীরের প্রায় ৩০ ভাগ ইনহেলেটেড বার্ন (শ্বাসনালী) পুড়ে গেছে। যা খুবই বিপজ্জনক, আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। আজ বৃহস্পতিবার হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। বছর দেড়েক আগে ডা. মঈন উদ্দিন মাহমুদ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।