বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমাবেশ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার সকালে সরকারি আলাওল কলেজ হলরুমে এক সদস্য সমাবেশ ও আলোচনা সভা সম্পন্ন হয়। চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাকের উল্লাহর সভাপতিত্বে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কার্যকরী পরিষদ সদস্য আবরার হাসান রিয়াদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজান বিন তাহের, ফাউন্ডেশনের অন্যতম কার্যকরী পরিষদ সদস্য ও বাঁশখালী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শিব্বির আহমদ রানা, পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা সিদ্দিকী, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য ও নাপোড়া শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এম এ কাশেম সিকদার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন কার্যকরী পরিষদ সদস্য এনামুল হক রাহাত, আনিসুর রায়হান উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা ফাউন্ডেশনের শিক্ষামূলক ও সমাজ সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

বিশেষত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সহযোগিতা, শিক্ষা থেকে ঝরে পড়া রোধে ক্যারিয়ার সচেতনামূলক বিভিন্ন প্রোগ্রামসমূহ চলমান রাখার পরামর্শ প্রদান করেন। এ সময় সমাবেশে ‘এসো বাঁশখালীকে জানি’ শর্ট কুইজ ইভেন্টের পুরষ্কার বিতরণের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধশিরিষ তলায় শানে মোস্তফা ও কাওয়ালি জলসা
পরবর্তী নিবন্ধখানাখন্দে ভরপুর হাটহাজারী বাদশা মিয়া চৌধুরী সড়ক, সংস্কারের দাবি