বাঁশখালী-সাতকানিয়া সীমান্তে হাতির হামলায় নারীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালীসাতকানিয়া সীমান্তের পাহাড়ি এলাকায় বন্য হাতির হামলায় হাসিনা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনায় ঘটে। নিহত হাসিনা আক্তার সাতকানিয়ার দুরদুরী ৬ নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল মজিদের কন্যা। বনবিভাগের পুকুরিয়া বনবিট কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, বাঁশখালীসাতকানিয়া পাহাড়ি দুরদুরী এলাকায় হাতি হামলা করে হাসিনা আক্তারের দেহ থেতলে দেয়। পরে স্থানীয় জনগণ হাসিনা আক্তারের মৃতদেহ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ছনুয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল আজ
পরবর্তী নিবন্ধমানব সেবাই ধর্মীয় সম্প্রীতির মৌলিক নির্যাস