বাঁশখালী ব্ল্যাড ব্যাংকের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান গত শুক্রবার সমুদ্র সৈকতের বাহারছড়া খানখানাবাদ পয়েন্টে সজীব শুভের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মো. আবু হানিফের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন লায়ন মুনমুন দত্ত মুন্না, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, অ্যাডভোকেট আনিসুল ইসলাম, মোহাম্মদ আজম, সাংবাদিক মিজান বিন তাহের। স্বাগত বক্তব্য রাখেন স্বরূপ দেব নাথ। সভায় বক্তারা বলেন, ব্ল্যাড ব্যাংকের কর্মীরা বিপদাপন্ন মানুষের জন্য বিনামূল্যে রক্ত সংগ্রহ করে যে মানবিক দায়িত্ব পালন করেন তা অর্থ দিয়ে তুলনা করা সম্ভব নয়। ব্ল্যাড ব্যাংকের সদস্যরা হলেন আর্ত মানবতার সেবায় নির্ভীক কর্মী। তাই তাদের যে কোন কার্যক্রমে সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। উল্লেখ্য, বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বাঁশখালীর কয়েকটি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের জন্যে সংগঠনের পক্ষ থেকে রাতের খাবার বিতরণ করা হয়।