‘এসো মিলি আনন্দে স্মৃতির বন্ধনে, এ বাঁধন যাবে না ছিঁড়ে’–এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাঁশখালী বাণীগ্রাম–সাধনপুর উচ্চ বিদ্যালয় এসএসসি– ৯৯ ব্যাচের পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণ চত্বরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সকলে দাঁড়িয়ে ১মিনিটি নিরবতা পালনের মাধ্যমে শোক পালন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মুল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান কর্মসূচির অংশ হিসেবে দেশাত্মবোধক গান, গানে গানে ছোটদের নৃত্যপ্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণীগ্রাম–সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাদেরুজ্জমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক অতিথি হৃষিকেশ ভট্টচার্য্য, মাস্টার নুরুল কাদের, মাস্টার ইলিয়াস হোসাইন, খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, দিলক আইচ, মোঃ ঈশা খান লিপু, নিলয় বিশ্বাস, আবু জোবায়ের মোঃ শাহরিয়ার রিয়াজ, মোহাম্মদ আলমগীর খান, মোঃ ইলিয়াস।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মিলন মেলায় বাণীগ্রাম–সাধনপুর উচ্চ বিদ্যালয় এসএসসি– ৯৯ ব্যাচের কৃতী শিক্ষার্থীরা মিলিত হয়ে পরস্পর কৌশল বিনিময়সহ নানা আনুষ্ঠানিকতা উপভোগ করেন এবং বিদ্যালয় জীবনের অতীত স্মৃতিচারণ করেন। কর্মসূচির অংশ হিসেবে ব্যাচের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের ১৫ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












