বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। এ নিয়ে বাঁশখালীতে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ সরকারি স্বীকৃতি পেল। বাঁশখালীর শীলকূপে অবস্থিত ১৯৭০সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বাঁশখালীর ছোটমিয়া খ্যাত শেখ মর্তুজ আলী চৌধুরীসহ বেশ কয়েকজন শিক্ষানুরাগী সদস্য। বর্তমানে এ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী এবং ১৪জন এমপিওভুক্ত এবং ২২জন নন এমপিওভুক্ত শিক্ষক–শিক্ষিকা রয়েছেন। গত ২৫ অক্টোবর সরকারি ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করা হলেও তা বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে গতকাল। এ খবরে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মুস্তাজিব আলী চৌধুরী মিশু ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বিদ্যালয়টি সরকারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান ।