বাঁশখালীর চাম্বল খেলোয়াড় সমিতি আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাঁশখালী ফুটবল একাডেমি। গত সোমবার বিকেলে চাম্বল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশখালী ফুটবল একাডেমি ৩–২ গোলে নাপোড়া শেখেরখীল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে ছিল বাঁশখালী ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল পরিশোধ করে নাপোড়া শেখেরখীল একাদশ। কিন্তু ৫ মিনিটের মাথায় আবারো গোল করে এগিয়ে যায় বাঁশখালী ফুটবল একাডেমি। খেলা শেষের এক মিনিট আগে আরেকটি গোল পরিশোধ করে নাপোড়া শেখেরখীল একাদশ। কিন্তু পরাজয় এড়াতে পারোন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী, শেখেরখীলের চেয়ারম্যান মোরশেদুল আলম ফারুকী, সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াছিন সিকদার, বাঁশখালী থানার এস আই নুরুল আজিম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, চাম্বল খেলোয়াড় সমিতি সাধারন সম্পাদক ফখরুদ্দিন মোহাম্মদ তারেক, চাম্বল খেলোয়াড় সমিতি সাইফুল আজম, বিনয় ভূষন নাথ, মাষ্টার আজিজ, স্বরুপ দেবনাথ, ইউপি সদস্য রহমত উল্লাহ, নুরুল হোছাইন, সোহেল ইকবাল, কবির আহমদ, জসীম উদ্দিন, জামাল হোসেন মিন্টু। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বাঁশখালী ফুটবল একাডেমির হাবিবুর রহমান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন টিংকু শীল। সেরা গোলদাতা মো. মোস্তফা, সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন মো. মিনহাজ ।