বাঁশখালী প্রেমাশিয়া মৎস্য সমবায় সমিতির স্মারকলিপি

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা সামুদ্রিক তীরবর্তী এলাকায় মাছ ধরতে বাধার সম্মুখীন হওয়ার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে পশ্চিম বাঁশখালী উপকূলীয় প্রেমাশিয়া মৎস্য সমবায় সমিতি। গত ৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ বাঁশখালী থানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ বরাবর তারা এই স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে সমিতির সভাপতি নুর মোহাম্মদ বলেন, ৩ নং খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ও মৎস্যজীবীরা বিগত ৪০ বছর ধরে গন্ডামারা সামুদ্রিক তীরবর্তী এলাকায় মাছ ধরে ব্যবসা করে আসছে। কিন্ত বিগত কয়েক মাস ধরে মাছ ধরতে সাগরে জাল নিয়ে গেলে কিছু অজ্ঞাত ব্যক্তি জাল ফেলা, মাছ ধরা ও মাছ সরবরাহ করতে বাধা দিচ্ছে। এমনকি বিগত বছরের ২৫ ডিসেম্বর সমিতির কয়েকজন সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়। বক্তারা অবিলম্বে মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তা ও নির্বিঘ্নে সাগরে মাছ ধরতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদান করার সময় আরো উপস্থিত ছিলেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেকুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় স্কেচ গ্যালারির প্রথম নাটক
পরবর্তী নিবন্ধআনোয়ারা প্রেসক্লাবে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম