বাঁশখালী প্রধান সড়ক চার লেইনে উন্নীত করা হোক

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের একটি অন্যতম উপজেলা বাঁশখালী। এটি শুধু একটি পর্যটন এলাকা নয় বরং এটি অনেক উপজেলার প্রবেশধারও। এই বাঁশখালীর প্রধান সড়ক হয়ে প্রবেশ হয় দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারগামী বিভিন্ন যানবাহন। তাই এই সড়কটি পেকুয়া, চকরিয়া ও কক্সবাজার যাতায়াত ব্যবস্থার অন্যতম প্রাণকেন্দ্র। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে শুরু হয়ে দীর্ঘ অর্ধ শতাধিক কি.মি. এর এই সড়কটিতে প্রতিনিয়ত অসংখ্য যান চলাচল করে।

এই প্রধান সড়কটি মূলত বেশ সরু। যার কারণে যানজট ত লেগেই থাকে বরং নানা দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ আর পথচারীদের। যার ফলে, নির্দিষ্ট সময়ে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছতে পারে না। এছাড়াও এই সরু সড়ক দিয়ে সুপার সার্ভিস, এসআলম, আর দ্রুতগামী সান লাইনের মতো দূরপাল্লার বাসের চলাচল রয়েছে প্রতিনিয়ত। বেপরোয়া গাড়ি চালানোর কারণে আর সরু সড়কটি দিয়ে বিপুলসংখ্যক যান চলাচলের প্রেক্ষিতে প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। ফলে সড়কের বলি হয়ে হারাতে হচ্ছে নানা প্রাণ।

সওজ কর্তৃপক্ষের নিকট আবেদন বাঁশখালীর এই প্রধান সড়ক যেন চার লেনে উন্নীত করা হয়।

তৌহিদউল বারী

শিক্ষার্থী,

বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ ইসমাইল হোসেন সিরাজী : মুসলিম পুনর্জাগরণের কবি
পরবর্তী নিবন্ধসফল হতে হলে