বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরকে (৩৫) ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন বাঁশখালীতে নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। গত রোববার নির্বাচনের দিন বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট বন্ধ করার চেষ্টার অভিযোগে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮১ অনুচ্ছেদ অনুসারে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ বলেন, বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তিনি পুলিশের সাথে ঐদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসবের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আবদুল গফুর নির্বাচনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থনে নির্বাচনী মাঠে ছিলেন।