সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে বাঁশখালী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক সদস্য, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম হোসাইনীর নির্দেশে গতকাল সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন আজগর, সাবেক যুবদল আহ্বায়ক শহিদুল হক চৌধুরী, বিএনপি নেতা বেলাল উদ্দিন, শোয়াইবুল হক, শাহ আলম, যুবদল যুগ্ম আহ্বায়ক মর্তুজা আলী, জিয়াউল হাছান হোসাইনী, ওসমান গণি মুজাহিদ, আমিনুর রহমান, ইসমাইল, মাছুম হাছান রুবেল, ছাত্রদল নেতা রিদওয়ান, আজিম, হারুনুর রশিদ রাকিব, ইউনুস, আলমগীর, রকি, মিশকাত সহ প্রমুখ নেতৃবৃৃন্দ।
এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌলানা মাহবুবুল হক।












