বাঁশখালী পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি

আ. লীগের ৯ মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৯ জনের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। তারা হলেন বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, সাবেক পৌরমেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এসএম তোফায়েল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক মো. হামিদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা শেখ আলী মোস্তফা চৌধুরী মিশু, মাওলানা আকতার হোসেন, মোহামুদুল ইসলাম।
এদিকে দলের পক্ষ থেকে ৯ জনের নাম কেন্দ্রে প্রেরণ করলেও বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী নির্বাচনে প্রার্থী হবেন বলে দলীয় সূত্রে জানা যায়। অপর দিকে তফশীল ঘোষণার পর থেকে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় কর্মী সমর্থকরা প্রথম পৌর মেয়র ও দক্ষিন জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনীর জন্য শুভ কামনা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন গতকাল ঘোষিত তফশীল অনুসারে মনোনয়ন পত্র দাখিলে শেষ দিন ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৭ ডিসেম্বর, ভোট গ্রহণ ১৬ জানুয়ারি ।

পূর্ববর্তী নিবন্ধমশক নিধন ইস্যুতে হট্টগোল
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার দোষ স্বীকার করে আবেদন করার প্রশ্নই আসে না