বাঁশখালী পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া সমিতির পক্ষ থেকে বাঁশখালীতে নবপ্রতিষ্ঠিত পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। গতকাল সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পলাশ কান্তি দে এর হাতে ক্রীড়া উপহার সামগ্রী তুলে দেন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, রঞ্জন দাশ, ইয়াসির আকিব চৌধুরী, নুর হোসেন সহ প্রমুখ। ক্রীড়া সামগ্রী বিতরণ কালে গিয়াস উদ্দিন চৌধুরী বলেন আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে উচ্চ বিদ্যালয় ছিলো না। অনেক দূরদূরান্ত গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা নিতে হতো। এখন বাড়ির পাশেই হাই স্কুল। স্কুল উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জানান। এবং কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় মেধা বিকাশের জন্য ক্রীড়া সামগ্রী উপহার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধতিন সেঞ্চুরিতে ম্যানচেস্টার টেস্টে কৃতিত্বপূর্ণ ড্র ভারতের
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ কথার লড়াই যেন থামছেই না