বাঁশখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের মতবিনিময় সভা গত ১৯ আগস্ট পৌরসদরস্থ কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি দাশ। পরিষদের সভাপতি কাউন্সিলর প্রণব দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা নীলকন্ঠ দাশ, সুধীর মল্লিক, অধর লাল চক্রবর্তী। পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাঁশখালী পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি স্বপন দাশ, অধ্যাপক বাবুল দাশ (বাবলা), ঋষিকেশ দাশ, অধ্যাপক তুষার কান্তি ভারতী, যুগ্ম সম্পাদক সাজু দাশ সাজিৎ, শিক্ষক সাগর কান্তি সুশীল, শিক্ষক সুজন দেব, শিক্ষক মিটুন কান্তি সুশীল, শিক্ষক জিকু কান্তি সুশীল, সাংগঠনিক সম্পাদক নন্দন সুশীল, অভি দাশ, অর্থ সম্পাদক রনি সরকার, টিপু দাশ, শিক্ষক দোলন দাশ, ধনঞ্জয় দেব, এড. জীবন শর্মা, সুজন আচার্য্য প্রমুখ। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় স্বপ্নযাত্রী অবসর পাঠাগারের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলার প্রস্তুতি সভা