বাঁশখালী পুকুরিয়ায় বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাঁশখালীর পুকুরিয়ায় বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা পুকুরিয়ায় ১৪ নং মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় পটিয়া মানসা তরুণ সংঘ ৬ উইকেটে বাকলিয়া সূর্য তরুণ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী আলাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন, পুকুরিয়া চাঁদপুর বেলগাঁও চা-বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার, মো. সাইফুদ্দীন,আবেদুল ইসলাম চৌধুরী লিটন, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে.এম সালাহ্‌উদ্দীন কামাল, মোহাম্মদ এ.আর. সাঈদ চৌধুরী, আমজাদ হোসেন, হাবিবুর রহমান। এ সময় মঈনউদ্দীন আহমদ এফএভিপি ও ব্যবস্থাপক, মোহাম্মদ জাহেদুল ইসলাম, কলিম উলাহ চৌধুরী, ফজলুল কাদের সুমন সহ চাঁদপুর ক্রিকেট লিগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী আলাল বলেন, খেলাধুলা হচ্ছে শারিরীক প্রশান্তির অন্যতম হাতিয়ার, যারা এসব কাজের সাথে জড়িত তারা কখন ও অন্যায় ও অপরাধে জড়ায় না। তিনি বাঁশখালীর সর্বত্র খেলাধুলা চালিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এস এ বয়েজ ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে বক্সিরহাট ইয়ংম্যান্সের জয়