বাঁশখালীর গুনাগরি থেকে মিনি ট্রাক ছিনতাই ও হেলপার মো. বেলাল উদ্দিনকে হত্যার ঘটনায় ১ আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম বিজয় দাশ (২২)। এসময় তার কাছ থেকে হেলপার বেলাল উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার রাতে বাঁশখালীর গুনাগরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার রাতে বাঁশখালীর গুনাগরি আশ্রয়ন প্রকল্পের পার্শ্ববর্তী মাঠ থেকে একটি ট্রাক ছিনতাই হয়। পরের দিন বৃহস্পতিবার বিকেলে কেরানীহাট-গুনাগরি সড়কের সাতকানিয়া অংশের থ্রি-স্টার কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে হাদুর ব্রিজের নিচ থেকে চোখে স্কচটেপ মোড়ানো ও গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই ট্রাকের হেলপার বেলালের মরদেহ উদ্ধার করে সাতকানিয়া থানা পুলিশ।
এ ঘটনায় গত শুক্রবার সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হেলপার বেলাল বাঁশখালীর কালিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব জঙ্গল কোকদণ্ডির নুরুল আলমের পুত্র।
এদিকে, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে ও এসআই কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বাঁশখালীর গুনাগরি এলাকা থেকে আসামি বিজয় দাশকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে হেলপার বেলালের ব্যবহৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।
এছাড়াও কক্সবাজারের উখিয়া থেকে ছিনতাই হওয়া ট্রাকটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বিজয় দাশ বাঁশখালীর কালিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুনাগরি মহাজন পাড়ার রাখাল দাশের পুত্র।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে জানান, বাঁশখালীর গুনাগরি থেকে ট্রাক ছিনতাই ও ওই ট্রাকের হেলপারকে হত্যার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ছিনতাই হওয়া ট্রাক ও নিহত হেলপারের ব্যবহৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ সোমবার রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।