বাঁশখালী ডিসি সড়কের কাজ বন্ধ, স্যালাইন হাতে পায়ে হেঁটে মুমূর্ষু রোগী

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুন, ২০২৪ at ৫:৩২ অপরাহ্ণ

বাঁশখালী চাঁদপুর ডিসি সড়ক সংস্কার কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা। গাড়ি চলাচল বন্ধ থাকায় স্যালাইন হাতে নিয়ে পায়ে হেঁটে এক মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে বাধ্য হলো রোগীর স্বজনরা।

জানা যায়, পুকুরিয়া চাঁদপুর ডিসি সড়কটির সংস্কার কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুুুয়া কয়েক হাজার শিক্ষার্থীসহ অন্তত ৫০ হাজারের অধিক মানুষ। ভোগান্তিতে পড়ছে মুমূর্ষু রোগীরাও।

১৮ জুন (মঙ্গলবার) সকালে পুকুরিয়া ইউপির ৮নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার মৃত সোলাইমান পুত্র মোঃ আবু তাহের নামে এক রোগী অসুস্থ হয়ে পড়ায় হাতে স্যালাইন দিয়ে পায়ে হেঁটে মুমূর্ষু ওই রোগীকে হাসপাতালে নিতে বাধ্য হয়েছে রোগীর স্বজনরা।

হাতে স্যালাইন পুষ করাবস্থায় মুমূর্ষু রোগীকে পায়ে হেঁটে হাসপাতালে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ায় পুরো এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় শিশুর মৃত্যু নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে টার্ফ মাঠে খেলতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু