বাঁশখালী গার্লস কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গতকাল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ জমির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম।

ইংরেজী প্রভাষক জসীম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার হাসান মনসুর, দক্ষিণ জেলা আ.লীগের সদস্য আবু সৈয়দ চৌধুরী, প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সরকার, শিক্ষাবান্ধব। তিনি সুশিক্ষা গ্রহণ করে দেশের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রধান আলোচক বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। আগামী দিনে স্মার্ট দেশ গড়বে আজকের শিক্ষার্থীরাই। পরে কলেজের বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের চিকিৎসা ছেড়ে গেলেন ওঝার কাছে, ফেরার পথে মৃত্যু
পরবর্তী নিবন্ধআজিজের ভাইদের ‘এনআইডি জালিয়াতি’ : তদন্তে আরও দুই সপ্তাহ