চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার গন্ডামারা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে হাটহাজারী ফরহাদাবাদ একাদশ এবং সাতকানিয়া সেভেন স্টার একাডেমি। খেলায় হাটহাজারী ফরহাদাবাদ একাদশ ১-০ গোলে সাতকানিয়া সেভেন স্টার একাডেমিকে পরাজিত করে। গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামশুল আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, বাঁশখালী থানা পুলিশের এসআই নাজমুল হাসান জয়, এসআই দীপক সিংহ, এএসআই মোবারক হোসেন, আবু আহমদ, রবিউল আলম রবি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজান সিকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম উদ্দিন মাহফুজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী, আবু বক্কর, মৌলভী আমিন ও জামাল মাঝি প্রমুখ। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।