বাঁশখালী গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ১৯ মে হানাদার বাহিনী বাঁশখালীতে প্রথম হত্যাযজ্ঞ, নির্যাতন, অগ্নিসংযোগ শুরু করে সকাল ১০ টার দিকে। বাঁশখালীর পূর্বাঞ্চল ও হিন্দু অধ্যুষিত বিভিন্ন ইউনিয়নে হানাদার বাহিনী ও স্বাধীনতা বিরোধীরা ১০ ট্রাক সাজোয়া যান নিয়ে বাণীগ্রাম থেকে নাপোড়া পর্যন্ত চালায় গণহত্যা। এসময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ করে। প্রায় ৪ ঘন্টার বর্বরতায় বাঁশখালী পরিণত হয় ধ্বংসস্তূপে। বাঁশখালীর বাণীগ্রাম জমিদার বাড়িসহ মন্দির ও বড় দালানগুলো তারা ধ্বংস করে দেয়। লুট করে মূল্যবান জিনিসপত্র। বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আবুল হাশেম চৌধুরী মালিক বলেন, হানাদারদের তান্ডবে বাঁশখালীর বিভিন্নস্থানে প্রায় ৯২ জন মুক্তিকামী মানুষ নির্মমভাবে হত্যার শিকার হয়েছে । তিনি এ স্মৃতি সংরক্ষণের দাবি জানান। বীর মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য তুলে ধরে শহীদদের স্মৃতি সংরক্ষণের আহবান জানান।











