বাঁশখালী ও লোহাগাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:১৬ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বল ও লোহাগাড়া উপজেলার পদুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাঁশখালী প্রতিনিধি জানান, চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল মুন্সিখীল পূর্বপাড়া এলাকায় গতকাল সকালে পুকুরে ডুবে আশফিয়া জান্নাত () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু জান্নাত পূর্বচাম্বল সোনারখীল এলাকার মোহাম্মদ আলমের মেয়ে। মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল জান্নাত। সেখানে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া প্রতিনিধি জানান, পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়ায় গতকাল সকালে পুকুরে ডুবে সাজিব হোসেন () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সাজিব ওই এলাকার নুরুল হকের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য লেয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শিশুর মাবাবা বাড়ির পাশ্ববর্তী ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তাদের সাথে শিশুটিও ক্ষেতে যায়। সেখানে শিশুর শরীরে কাঁদা লাগে। এক পর্যায়ে কাঁদা পরিস্কার করতে শিশুটি একা পুকুরে গেলে পড়ে পানিতে ডুবে যায়। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা শিশুটিকে মৃত ঘোষণা করেন। গতকাল আছরের নামাজের পর জানাজা শেষে সামাজিক কবরস্থানে শিশু সাজিবকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঋণের কিস্তির দুশ্চিন্তায় দিশেহারা কৃষক
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে আওয়ামী লীগ- স্বেচ্ছাসেবকলীগ সংঘর্ষ, আহত ১২