বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের বালক এবং বালিকা দু বিভাগেই জোন ফাইনালে উন্নীত হয়েছে বাঁশখালী উপজেলা। আর বালক বিভাগের ফাইনালে উন্নীত হয়েছে ফটিকছড়ি উপজেলা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ জোনের খেলায় বালক এবং বালিকা দু বিভাগের সেমিফাইনালে বাঁশখালী উপজেলা পরাজিত করে লোহাগাড়া উপজেলাকে। সকালে অনুষ্ঠিত বালিকা বিভাগের খেলায় বাঁশখালী উপজেলার মেয়েরা ৪-০ গোলে লোহাগাড়া উপজেলা দলকে পরাজিত করে জোন ফাইনাল নিশ্চিত করে। বাঁশখালী উপজেলা দলের তানিয়া আক্তার একাই করে দুই গোল। খেলার ৩ এবং ২৪ মিনিটে গোল দুটি করে তানিয়া।
এছাড়া ৬ মিনিটে নিশা শীল এবং ১৮ মিনিটে জাফরিন সোলতানা একটি গোল করে। বালক বিভাগে আবদুর রহিমের হ্যাটট্রিকের উপর ভর করে লোহাগাড়া উপজেলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বাঁশখালীর ছেলেরা। খেলার দুই অর্ধে দুটি করে গোল করে বাঁশখালী। ১৪ মিনিটে আবদুর রহিম গোল করে দলকে এগিয়ে নেয়। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে রায়হান। খেলার ৪২ মিনিটে আবদুর রহিম নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেয়। ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে আবদুর রহিম। ফলে তার দল বাঁশখালী উপজেলা ৪-০ গোলের বিশাল জয় নিয়ে ফাইনালে পৌছে যায়। লোহাগাড়া উপজেলা দলের পক্ষে খেলার ৬২ মিনিটে একটি গোল পরিশোধ করে ফরহাদ।
এদিকে বিকেলে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জোনের সেমিফাইনালে ফটিকছড়ি উপজেলা দল টাইব্রেকারে ২-০ গোলে সন্দ্বীপ উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। আর সে টাইব্রেকারে আর পেরে উঠেনি সন্দ্বীপ উপজেলা। ফটিকছড়ি উপজেলা দলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। আর ফটিকছড়ি উপজেলা জায়গা করে নেয় ফাইনালে। রাউজান উপজেলা এবং রাঙ্গুনিয়া উপজেলা দলের মধ্যকার বিজয়ী দলের সাথে ফাইনালে খেলবে ফটিকছড়ি উপজেলা দল।