বাঁশখালী ও চন্দনাইশ আগুনে ৬ ঘর ও দুই ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আজাদী ডেস্ক | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ও চন্দনাইশে আগুন লেগে ৬টি বসতঘর ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

বাঁশখালী প্রতিনিধি জানান, সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাইরাং এলাকায় গতকাল রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪টি ঘর পুড়ে যায় । এতে হারাধন দে, সুভাষ দে, নির্মল দে ও বিকাশ দের এর পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান । আগুনের খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হলো ২ জনের ব্যবসা প্রতিষ্ঠান ও ২ জনের বসতঘর। গতকাল রবিবার ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসদরস্থ থানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

থানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল আজিজ জানান, ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষতিগ্রস্তরা হলো সুজিত নাথ (মোটর পার্টস), মো. সালাহ উদ্দীন (গ্রিল ওয়ার্কশপ), শিখা শীল (বসতঘর), রাহুল রায় (বসতঘর)। অগ্নিকান্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধঅনেক সহ্য করেছি, এবার জঘন্য অপরাধ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইটভাটাকে ২লক্ষ টাকা জরিমানা