বাঁশখালী ঋষিধামে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব উৎসব

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালী ঋষিধামে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১২৩তম আবির্ভাব উৎসব গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। আবির্ভাব উৎসব সার্বিক তত্ত্বাবধানে ছিল শ্রীগুরু সংঘ। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল গুরুস্নান, গুরুপূজা, সমবেত প্রার্থনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস, অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, নগর কীর্তন, দীক্ষাদান এবং ভক্তপুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানমালায় পৌরহিত্য করেন স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের অন্যতম শিষ্য ঋষিধাম ও তুলসীধামের নবনিযুক্ত মোহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। এসময় ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কল্পে সভায় সভাপতিত্ব করেন শ্রীগুরু সংঘের সভাপতি চন্দন সিনহা। উপস্থিত ছিলেন স্বামী প্রদীপানন্দ পুরী মহারাজ, স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ, স্বামী কৃপানন্দ পুরী মহারাজ, স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, স্বামী হরিকৃপানন্দ পুরী মহারাজ, স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক মেয়র ও ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের সভাপতি দেবাশীষ পালিত, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, ঋষিধাম পরিচালনা উপকমিটির আহ্বায়ক রাজিব সিনহা, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ভূপাল গুহ, সদস্য সচিব ডা. আশীষ কুমার শীল, শ্রীগুরু সংঘের কর্মকর্তা অধ্যাপক দেবব্রত দেওয়ানজী, অধ্যাপক বিপ্লব পাল, চন্দন দাশ, দীপক দত্ত, তড়িৎ কান্তি গুহ, অলক দাশ, অ্যাড. কাঞ্চন বিশ্বাস, নরেন পাল, সুজিত মল্লিক শ্যামল, প্রদীপ গুহ, পান্না পাল, দিলীপ দত্ত, বাবলা পাল, ছোটন দেব, ঝুন্টু কুমার দাশ, দোলন দাশ, বিধান দাশ, নন্দন শীল, রুহিতোষ দেবনাথ, ছোটন কান্তি গুহ, বিশ্বজিৎ দত্ত, রতন পাল, নারায়ণ মল্লিক, প্রদীপ চক্রবর্তী, সুমন তালুকদার, রতন দেবনাথ, সাগর দেব, কানু দেব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার প্রতিবাদ কর্মসূচি