বাঁশখালী উপজেলা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাঁশখালী উপজেলা যুবদল। সাধানপুর ইউনিয়নের বানীগ্রামে বাঁশখালী উপজেলা যুবদলের নবগঠিত যুবদলের আহবায়ক আবু আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন, সাবেক যুগ্ম আহবায়ক ইসহাক মানিক, বৈলছড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি ফরহাদুল ইসলাম, যুবনেতা হোসাইন সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার, বৈলছড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন, খানখানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুর রহমান, বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ, সরল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাশেম, পুকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন জালাল, যুবনেতা রশিদ আল মামুন ছাবের, রশিদ প্রমুখ।

এ সময় নবগঠিত যুবদলের আহবায়ক আবু আহমেদ সব ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যভাবে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধগন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের অভিষেক অনুষ্ঠান