বাঁশখালী উপকূলে অস্ত্রসহ ১২ জলদস্যু আটক

ডাকাতির উদ্দেশ্যে বহিঃনোঙরে যাচ্ছিল

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর উপকূলীয় সমুদ্র এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১২ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেনমো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)। এদের সকলেই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক জানান, বাঁশখালীর গন্ডামারার উপকূলীয় খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে থামানোর সংকেত প্রদান করে। এ সময় বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬ টি দেশীয় অস্ত্র যার মধ্যেছুরি ৫টি, চাপাতি ৬টি, শাবল ৫টিসহ ১২ জন ডাকাতকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মো. রফিকের নেতৃত্বে ডাকাত দলটি খাটখালি ঘাট হতে বোট যোগে ডাকাতির উদ্দেশ্যে বহিঃনোঙ্গরে গমন করছিল।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, সমুদ্রের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, আটককৃতদের অস্ত্র মামলাসহ থানায় হস্তান্তর করলে থানা তাদের আদালতে প্রেরণ করে।

পূর্ববর্তী নিবন্ধজিম্মি ৪ নারী সেনাকে ছাড়ল হামাস, বিনিময়ে ২০০ ফিলিস্তিনির মুক্তি
পরবর্তী নিবন্ধপূর্ব মাদারবাড়িতে আগুনে পুড়ল ২৬টি ঘর