আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে উখিয়ায় ২ লাখ ৪০ হাজার এবং বাঁশখালীতে ১১ হাজার ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় উখিয়ায় ২ রোহিঙ্গা যুবক ও বাঁশখালীতে ২ নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় মালিকানা বিহীন ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা এগুলো ফেলে পালিয়ে যায়। উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিন্দুপাড়া এলাকা থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি মোড়ানো ব্যাগে এসব ইয়াবা ছিল বলে তিনি জানান।
অন্যদিকে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী শুক্রবার রাত সাড়ে ৩টায় পরিচালিত অভিযানে ৯০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানান। এসময় উখিয়ার পালংখালী ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ব্লক-বি, ৪ এর মোহাম্মদের ছেলে জামাল হোসেন (২৮) ও মোহাম্মদ ইসমাঈলের ছেলে আবু আলমকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ও সন্ধ্যায় বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়। এসময় পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ঈদগাঁও সেতুপাড়া গোমাতলী এলাকার মো. আনার আলীর পুত্র মো. আবদুল্লাহকে (২০) গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে শনিবার সন্ধ্যায় একই স্থান থেকে ৫ হাজার ৫শ পিস ইয়াবাসহ পিএম খালী মাইজপাড়া এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী খোশনারা বেগম (৩৫) ও টেকনাফের দক্ষিণ নীলা চৌধুরী পাড়ার আবু সিদ্দিকের স্ত্রী রুজিনা আক্তারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হচ্ছে বলে জানান বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর।