বাঁশখালী ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

আগামী ২৬ এপ্রিল শনিবার ঢাকা সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠেয় ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সফল করার লক্ষ্যে বাঁশখালী উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার যৌথ মতবিনিময় সভা গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের আহ্বায়ক আবদুর রহিম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ বেলাল আলমদার। বিশেষ আলোচক ছিলেন দক্ষিণ জেলা সমন্বয়ক মুহাম্মদ মামুন উদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথি এম মহিউল আলম চৌধুরী বলেন, ইতিহাসের বর্বর গণহত্যা ও নিপীড়নের শিকার ফিলিস্তিনের গাজার মুসলমানরা। সন্ত্রাসবাদী ইসরায়েল আন্তর্জাতিক সকল আইন কানুনকে উপেক্ষা করে ফিলিস্তিনে নারকীয় নৃশংস পরিস্থিতি সৃষ্টি করেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ, আরবলীগ এবং ওআইসিকে অচিরেই কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।

বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম তৈয়বী, ফরিদ আহমেদ জেহাদী, অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ শহিদুল ইসলাম, ফয়েজ নঈমী, মাওলানা নাছির আজমী, মুহাম্মদ খোরশেদ হাশেমী, আবদুর রহমান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ শহীদ রেজা, তারেক আজিজ আলাফি, মুহাম্মদ হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন
পরবর্তী নিবন্ধমহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ