বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী ৪নং বাহারছড়া ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন গত ১ আগস্ট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছাত্রসেনা নেতা মুহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী। তিনি বলেন, ১নং পুকুরিয়া ইউনিয়ন থেকে ছনুয়া পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ বাঁশখালীবাসীর দীর্ঘদিনের দাবি। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু বিভিন্ন সময় বারবার আশ্বাস দেওয়া হলেও আজও পর্যন্ত স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে আশপাশের এলাকার সাধারণ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, মাছের প্রজেক্টসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক কাজী শাহেদ।
প্রধান বক্তা ছিলেন, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সহ–সাংগঠনিক সম্পাদক সোহাইল মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন, অর্থ সম্পাদক নুরুল মোস্তফা সাদাত। বিশেষ অতিথি ছিলেন যুবসেনা বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক খায়রুল বশর নঈমী, ছাত্রসেনা বাঁশখালী উপজেলার সাবেক সভাপতি খোরশেদ হাশেমী, বাহারছড়া ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সভাপতি শাহজাদা শফিউল বশর নঈমী, নেজাম উদ্দীন রিয়াদ, কাজী শাহেদ হোসেন, সৈয়দ হালিম, গিয়াস উদ্দিন, নবাব আলী, মামুনুর রশীদ, মুহাম্মদ এনাম, আমিরুল ইসলাম, হাফেজ শাহেদ, মুহাম্মদ খোরশেদ, আতাউল হক, সেকান্দর, আব্দুল মুবিন, হাফেজ জসিম, হাফেজ জুনায়েদ, খোরশেদ, মাঈনুল ইসলাম সাঈদ, মনির, মাকসুদ ফয়জী, জহিরুল আনোয়ার, রায়হান, হারুন, হাফেজ জাহেদ, দুলাল, জাহেদ হাসান, সাইমন, রুবেল ও ইয়াসিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।