বাঁশখালী-আনোয়ারায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আজাদী ডেস্ক

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৪:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী ও আনায়ারা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বাঁশখালী প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিনজিরিতলা গ্রামে পুকুরে ডুবে ইলহাম ওমর আফিফা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আফিফা ওই এলাকার মো. ওমর ফারুকের কন্যা।

নিহত শিশুর মামা মো. ইমরান উদ্দিন বলেন, সকালে শিশু আফিফা বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করলে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখেন। পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলায় পুকুরে ডুবে নিলুফা মনি নামের ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের নাছির মুহাম্মদের বাড়ির পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু স্থানীয় প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানান, গতকাল দুপুরে শিশু নিলুফা সবার অজান্তে ঘর থেকে বের হয়ে বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়। ঘটনার পর শিশু নিলুফাকে খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধমতিউরের সঙ্গে বাংলাদেশ ব্যাংক গভর্নরের ছবি ভাইরাল
পরবর্তী নিবন্ধআনোয়ারার ৯ ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদে আসলেও ভয় শুধু সমন্বয় সভায়!