বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গতকাল সোমবার রাতে ইয়াবা উদ্ধার ও ৪ জনকে আটকের ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন।
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালীর দক্ষিণ সীমান্তের পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর ১৩ হাজার পিস ইয়াবা সহ চারজনকে গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলো টেকনাফের পানখালীর মো. নুরুল আবছারের স্ত্রী জাহেদা বেগম জেসমিন(২৫), ইসলামপুর ইউপির ফকিরা বাজার এলাকার মৃত আলী আহম্মদের পুত্র জামাল হোসাইন(২৯), পরানপুর হাড়িয়ার ঘোপ, বর বাড়িয়া ইউপির মৃত আব্দুল ওয়াদুদ শেখের পুত্র মো. রেজাউল করিম, ভারুয়াখালী ইউপির মুরাপাড়া এলাকার মো. আলমের পুত্র সরোয়ার।
এই সংক্রান্তে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা যায়।