বাঁশখালীর সাবেক পৌর মেয়র সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

দোকান বরাদ্দের ৯ লাখ ও পৌরসভার ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

মেয়র পদে দায়িত্বকালীন সময়ে সরকারি কোষাগারের ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাঁশখালীর সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়২ এর উপপরিচালক আতিকুল আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরী মেয়র হিসেবে দায়িত্বকালীন প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে পৌরসভার সামনে আনরেজিস্ট্রি স্ট্যাম্পের মাধ্যমে চারটি দোকান বরাদ্দ প্রদান করে অগ্রিম বাবদ ৯ লাখ টাকা গ্রহণ এবং প্রাইম ব্যাংক বাঁশখালী শাখার হিসাব নং২১৭৮৩১১০১৪৮৯৮ থেকে গত বছরের ২৩ জুলাই চেক নং৭২৮৭১৫০ মূলে পৌরসভার কার্যবিবরণীর অনুমোদন না নিয়ে ও পৌরসভার কাজে ব্যয় না করে নিজ প্রয়োজনে একক স্বাক্ষরে ৭ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। অর্থাৎ তিনি ১৬ লাখ টাকা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বকালীন আত্মসাৎ করেন। যা দণ্ডবিধির ৪২০/৪০৯সহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ () ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার বাদী দুদক কর্মকর্তা মো. আব্দুল মালেক মামলার তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেয়া হবে বলেও এজাহারে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিন সংকটের অজুহাতে বন্ধ হলো স্পেশাল ট্রেন
পরবর্তী নিবন্ধধান চোর সন্দেহে গণপিটুনি, পিকআপ চালক নিহত