বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান পাঁচলাইশে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদারকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার নগরীর পাঁচলাইশ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি বাসায় অবস্থানের খবরে অভিযান পরিচালনা করে আসামি মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধযাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে