বাঁশখালীর সাধনপুরে অজগর উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট সংলগ্ন পাহাড়ি জঙ্গলে আনুমানিক ১০ ফুট লম্বা সোনালী অজগর সাপ বন বিভাগের সহায়তায় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে স’ানীয় জনগণ অজগরটিকে দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে।

পরে বনবিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।

জানা যায়, রাতেই আজগর সাপটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। অজগরটি উদ্ধারকালে উপস্থিত ছিলেন বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে সিআইইউতে টেক কার্নিভ্যাল