বাঁশখালীর সাতকা‌নিয়া সীমা‌ন্তে হা‌তির আ’ক্রমণে ম‌হিলার মৃ’ত‌্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৮:২৭ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী সাতকা‌নিয়া পাহাড়ি এলাকায় হা‌সিনা আক্তার (৪২) না‌মে এক ম‌হিলা হা‌তির হামলায় নিহত হ‌য়ে‌ছে।

আজ শুক্রবার দুপু‌রে সংঘ‌টিত ঘটনায় নিহত হা‌সিনা আক্তার সাতকা‌নিয়ার দুরদুরী ৬নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল ম‌জি‌দের কন‌্যা ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় জনগণ ও বন‌বিভা‌গের পুকু‌রিয়া বন‌বিট কর্মকর্তা মোঃ আশরাফ আলী জানান, বাঁশখালী সাতকা‌নিয়া পাহাড়ি দুরদুরী এলাকায় একটি বন্যহা‌তি হামলা ক‌রে হা‌সিনা আক্তা‌রের দেহ থেত‌লে দেয়। প‌রে স্থানীয় জনতা হা‌সিনা আক্তা‌রের মৃতদেহ উদ্ধার ক‌রে।

শুক্রবার সন্ধ‌্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফ‌নের প্রস্তু‌তি চল‌ছে ব‌লে স্থানীয় সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে মডার্ণ পলি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত জুটের গুদামে আগুন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে গ্যাস সিলিন্ডার বি’স্ফোরণে তিনটি ঘর পু’ড়ে ছাই