বাঁশখালীর সাঙ্গু নদীতে জালের খুঁটি বসাতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৩:০২ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইশ্বরবাবুর হাট সংলগ্ন সাঙ্গু নদীতে জালের খুঁটি মারতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) ভোর সকাল ৪ টায় খানখানাবাদ ইশ্বরবাবুর হাটের পশ্চিম পার্শ্বে সাঙ্গু নদীতে জালের খুঁটি বসাতে নেমে নিখোঁজ হয়েছেন ছালেহ আহমদ (৫৫) নামের এই বৃদ্ধ। তিনি খানখানাবাদ ৯নং ওয়ার্ডের পূর্ব রায়ছটা এলাকার মৃত নজির আহমদের পুত্র। তার ৫ ছেলে ও ৩ কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দিন চৗধুরী জানান, প্রতিদিনের মত সাঙ্গু নদীতে বিভিন্ন মানুষ মাছ ধরার জন্য বেঁড়িবাধের পাশে জাল বসায়। আজ ভোর সকাল ৪ টার দিকে ছালেহ আহমদ নামে এক ব্যক্তি নদীতে জালের খুঁটি বসানোর জন্য নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। ইতিমধ্যে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রহমান আজাদীকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য চট্টগ্রাম শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ (ভিডিও সহ)
পরবর্তী নিবন্ধফ্যান্টাসি কিংডমে বিনামূল্যে বিনোদনের সুযোগ পেল মজার ইশকুলের শিক্ষার্থীরা