বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর এলাকার মধ্যবর্তী অংশে হরি রাম দাশ (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ পাওয়া গেছে। খানখানাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার মৃত চাদমনি দাশ ও সুধা দাশের পুত্র হরি রাম দাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় পরিবার। গতকাল মঙ্গলবার সকালে বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর এলাকার মধ্যবর্তী অংশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নপুর সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। নিহতের ভাই কৃষ্ণ দাশ বলেন, হরি রাম দাশ সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল। এছাড়া সে মানসিক ভারসাম্যহীন ছিল। মঙ্গলবার সাগর পাড় থেকে লাশ উদ্ধার হওয়ার পর তাকে আমরা সনাক্ত করি। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, উদ্ধারকৃত লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।












