বাঁশখালী উপজেলার সরল জালিয়াঘাটা কানুনগোখীল ভাই ভাই একতা ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। কানুনগোখীল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি টাইব্রেকারে
২-০ গোলে বাঁশখালীর জলদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হয় মো. মিশকাত। সেরা খেলোয়াড় মো. রাসেল ও সেরা গোলরক্ষক মো. সরোয়ার। সরল হারুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন ক্রীড়া সংগঠক মো. নুরুল আকতার। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সমাজকর্মী সালাউদ্দীন কাদের মানিক। বিশেষ অতিথি ছিলেন মানিকুল আলম মানিক, মো. আরিফ মঈনুদ্দীন, মো. আবু ইউসুফ, মো. মোছলেম উদ্দীন, মো. আবুল কাশেম, আকতার হোসেন, মো. হাছন, নুরুল আবছার, মো. হোছন প্রমুখ।