বাঁশখালীর সাগর উপকূলীয় সরল ইউনিয়নের পশ্চিম সরলে গতকাল সোমবার রাতে বিবদমান দুগ্রুপের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে ৪জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় পশ্চিম সরলে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। সংঘর্ষে ছররা গুলিতে আহত মো. আবু তাহের (৫৫), সাইদুল ইসলাম (১৭), নুরুল আবছার (১৬) ও মোহাম্মদ রুবেলকে (২১) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয় । এরা ছররা গুলিতে আহত হয় বলে দায়িত্বরত চিকিৎসক ডা. সৌরভ দেব বাপ্পি জানান । তিনি সবাইকে চমেক হাসপাতালে রেফার করার বিষয়টি নিশ্চিত করেন ।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার ঘটনার ব্যাপারে সোমবার রাত ১১টায় দৈনিক আজাদীকে বলেন, সন্ধ্যা থেকে দু,পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। বর্তমানে ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে তিনি জানান ।












