বাঁশখালীর সংঘর্ষ : বিচারিক তদন্ত ও ক্ষতিপূরণ নিয়ে হাই কোর্টে শুনানি আজ

| সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের বিচারিক তদন্ত হবে কিনা এবং হতাহত শ্রমিকদের পরিবারের জন্য আপাতত ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে সে বিষয়ে সোমবার হাই কোর্টে শুনানি হবে। এই দুটি বিষয়ে নির্দেশনা চেয়ে করা রিট আবেদন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল বেঞ্চ শুনবে বলে আবেদনকারী আইনজীবী জানান। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে গত বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন। তিনি বলেন, ‘আজকে আবেদনটি আদালতে মেনশন করেছিলাম। আদালত আবেদনটি সোমবার শুনানির জন্য রেখেছেন।’ খবর বিডিনিউজের।
নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে তিন কোটি টাকা করে এবং আহতদের প্রত্যেককে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে গত ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিবসহ সাত সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১৬ কর্মকর্তা বরাবর ই মেইলের মাধ্যমে আইনি নোটিস পাঠায় আইন ও সালিশ কেন্দ্র।
এজন্য রোববার পর্যন্ত সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তার আগেই বৃহস্পতিবার রিট আবেদনটি করা হয়। রোববার সেটি উপস্থাপন করা হলে তা শুনানির জন্য গ্রহণ করে উচ্চ আদালত।
১৭ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের নির্মাণাধীন ১৩২০ মোগাওয়াট ক্ষমতার ‘এস এস পাওয়ার প্ল্যান্টে’ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালায় পুলিশ। তাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু ঘটে। এছাড়া ওই ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক এবং তিন পুলিশ সদস্য আহত হন।

পূর্ববর্তী নিবন্ধ১৯ জেলায় নিম্নমানের জ্বালানি সরবরাহের অভিযোগ
পরবর্তী নিবন্ধনিহত শ্রমিকদের পরিবারে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি